ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

তেজগাঁও কলেজের ৭ দফা দাবি; সরকারিকরণসহ আরও যা রয়েছে

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:১৫:১৬
তেজগাঁও কলেজের ৭ দফা দাবি; সরকারিকরণসহ আরও যা রয়েছে

ডুয়া নিউজ : এবার রাজধানীর তেজগাঁও কলেজকে সরকারিকরণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তেজগাঁও কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ এক লিখিত বক্তব্যে বলেন, "আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, তেজগাঁও কলেজের সরকারি করণের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান করেছে এবং ক্যাম্পাসে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করেছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি বিষয় পড়ানো হয়। ২৮টি বিভাগের অধীনে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী শিক্ষা লাভ করছে। কলেজটির প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা এর মানকে আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছে।

তারা বলেন, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একই সঙ্গে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।

এ সময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

১) তেজগাঁও কলেজ সরকারিকরণ করা

২) ছাত্র সংসদ কার্যকর করা

৩) আবাসন সংকট নিরসন করা

৪) দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে

৫) পরিবহন বৃদ্ধি করতে হবে

৬) ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে

৭ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভাসমান দোকান তুলে দিতে হবে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে