ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী পেলেন মর্যাদাপূর্ণ আইইই-ইডিএস ফেলোশিপ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৬:১৪:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী পেলেন মর্যাদাপূর্ণ আইইই-ইডিএস ফেলোশিপ

ডুয়া ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী মর্যাদাপূর্ণ আইইই-ইডিএস ফেলোশিপ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ইয়াসিন আরাফাত প্রীতম এবং নাজমুল হাসান নাঈম আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স পর্যায়ে এই ফেলোশিপ লাভ করেছেন।

২০২৩ ও ২০২৪ সালের জন্য এই ফেলোশিপ তাদের দেওয়া হয়েছে। যা IEEE Electron Devices Society (EDS) এর একটি সম্মানজনক পুরস্কার। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি বুধবার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান দুই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক আইইই-ইডিএস ফেলোশিপটি অসাধারণ গবেষণা দক্ষতা প্রদর্শনকারী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়। যারা ইলেকট্রন ডিভাইসে গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত এবং প্রকৌশল শিক্ষায় উৎকর্ষের প্রমাণ রেখেছেন।

২০২৩ সালে ইয়াসিন ছিলেন বিশ্বের একমাত্র শিক্ষার্থী। যিনি আইইই-ইডিএস আন্ডারগ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেন। পরবর্তী বছরে নাজমুল ছিলেন বিশ্বের তিন জন মাস্টার্স ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে একজন। অন্যান্য দুই পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং মেক্সিকোর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে।

বর্তমানে নাজমুল নেগেটিভ ক্যাপাসিট্যান্স ভিত্তিক গ্যাস সেন্সরের মডেলিং নিয়ে গবেষণা করছেন। যা উচ্চ সংবেদনশীল এবং কার্যকারিতাসম্পন্ন সেন্সর তৈরি করতে সক্ষম। অন্যদিকে ইয়াসিন ন্যানোস্কেল এফইটি আর্কিটেকচার ডিজাইন ও সিমুলেশনে মেশিন লার্নিংয়ের ব্যবহারে মনোযোগ দিয়েছেন। যা আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করেন ইডিএস ফেলোশিপের সহায়তায় নতুন সেন্সর ও লজিক অ্যাপ্লিকেশনের জন্য উন্নত ডিভাইস মডেল তৈরি করতে পারবেন।

তাদের গবেষণার তত্ত্বাবধায়ক ড. মাইনুল হোসেন। যিনি লো-পাওয়ার কম্পিউটিং, বায়োসেন্সিং এবং এনার্জি হারভেস্টিংয়ের জন্য উন্নত সেমিকন্ডাক্টর ডিভাইসের গবেষণায় বিশেষ আগ্রহী। ইয়াসিন ও নাজমুলের এই সাফল্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা সেমিকন্ডাক্টর ডিভাইসে দেশের ক্রমবর্ধমান উপস্থিতিকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।

এই সাফল্য কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব নয় বরং এটি বিশ্বমঞ্চে তরুণ বাংলাদেশি গবেষকদের সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে