ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৫:৩৪:১৭
সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল

ডুয়া ডেস্ক : ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। টুর্নামেন্টে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ। এলবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত জানান, দর্শক-সমর্থকদের সৌদি আরবের সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে। তাই অ্যালকোহল থাকবে না স্টেডিয়ামের আশপাশে। এমনকি কোনো হোটেলেও বিক্রি করা হবে না। কারণ, এই দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ।

যদিও গত বছর অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়। তবে স্থানীয়দের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হয় এই নিষেধাজ্ঞা। স্থানীয়দের মতো মুসলিমপ্রধান এই দেশটিতে নিষেধাজ্ঞা মানতে হবে ২০৩৪ বিশ্বকাপ দেখতে আসা দর্শকদেরও।

এলবিসিকে প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ বলেন, এই মুহূর্তে আমাদের ভাবনা হলো, অ্যালকোহলের অনুমতি আমরা দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা হতে পারে। অ্যালকোহল পান করা তো শতভাগ জরুরি নয়। চলে যাওয়ার পর যদি আপনি পান করতে চান, সেটা আপনার ব্যাপার। তবে আমরা এটার অনুমতি দেব না বলেই আপাতত ঠিক করেছি।

গত বছর চাপের মুখে কাতার কিছু জায়গায় অ্যালকোহলের অনুমতি দিলেও সৌদি সেটা করবে না বলে জানিয়েছেন বান্দার আল সাউদ। বিশ্বকাপের জন্য নিজেদের সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সব দেশেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতির আওতার মধ্যে সবকিছুকে আমরা স্বাগত জানাব। তবে অন্যদের জন্য তো আমরা আমাদের সংস্কৃতি বদলাতে পারব না।

গত ডিসেম্বরে ঘোষণা করা হয় ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ, যেখানে সৌদি আরব ছিল একমাত্র প্রার্থী। আর ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল।

২৫তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের পাঁচ শহরের ১৫টি স্টেডিয়ামে। এর মধ্যে রাজধানী রিয়াদেই থাকবে ৮টি স্টেডিয়াম।

বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা ও নিওম। মরুর বুকে শেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে, যেখানে কাতারে আয়োজিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে