ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফোর্সড সেল বিলম্ব হলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৫:১০:৩২
ফোর্সড সেল বিলম্ব হলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে

ডুয়া নিউজ: শেয়ারবাজারে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি নিয়ম অনুযায়ী ফোর্সড সেল কার্যকর করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। শেয়ারবাজার উন্নয়ন টাস্কফোর্স এমন একটি সুপারিশ করেছে।

সম্প্রতি টাস্কফোর্স মার্জিন ঋণের বিধিবিধান সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে। সুপারিশে কমিটির সদস্যরা এই ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বর্তমানে শেয়ারের দাম কমে গেলে যদি কোনো ঋণগ্রহীতার পোর্টফোলিও মূল্য ১২৫ শতাংশে নেমে আসে, তখন ফোর্সড সেলের মাধ্যমে ঋণ সমন্বয় করার নিয়ম রয়েছে।

টাস্কফোর্সের সদস্যরা জানিয়েছেন, যদি কোনো ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়ম কার্যকর করতে ব্যর্থ হয় এবং এর ফলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন, তবে সেই ক্ষতির দায়ভার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিতে হবে।

এই সুপারিশের কারণ হিসেবে টাস্কফোর্স জানায়, সময় মতো ফোর্সড সেল করা গেলে বিনিয়োগকারীর কিছু অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তা না করা হলে বিনিয়োগকারীরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হন। তাই বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য এই সুপারিশ করা হয়েছে।

গত মঙ্গলবার টাস্কফোর্স তাদের সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে।

কমিটির সুপারিশে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধার বিষয়ে বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। সুপারিশের মধ্যে অন্যতম হলো ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেওয়া।

তবে বিনিয়োগকারীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এই সুপারিশ কার্যকর হলে প্রকারান্তরে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবেন এবং শেয়ার বাজারের মন্দা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে