ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তুরাগ তীরে দুপক্ষের উত্তেজনা, সেনাবাহিনীর শক্ত অবস্থান

২০২৪ ডিসেম্বর ১৩ ১৮:১৪:০৬
তুরাগ তীরে দুপক্ষের উত্তেজনা, সেনাবাহিনীর শক্ত অবস্থান

ডুয়া নিউজ: বিশ্ব ইজতেমার আগের জোড় ইজতেমাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে টঙ্গীতে সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় টহল কার্যক্রম শুরু হয়।

টহলরত সেনাবাহিনীর পেট্রোল কমান্ডার সংবাদ মাধ্যমকে জানান, "বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষ করে গতকালকের ঘটনার পর আমরা আরও বেশি সতর্ক রয়েছি।"

ইজতেমার চিত্র অনুযায়ী, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থি দলের কয়েক হাজার সদস্য অবস্থান করছে। এর পাশাপাশি, তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থিদের মসজিদের সামনে অনেক সাদপন্থি মুসল্লি উপস্থিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থিদের আক্রমণে সাদপন্থিদের পাঁচজন সদস্য আহত হন।

এরপর টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত করে এবং ৩০/৪০ জন অজ্ঞাত আসামি উল্লেখ করে জুবায়েরপন্থিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রতিবাদে জুবায়েরপন্থিরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমা ময়দানের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়ন করা হয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, বৃহস্পতিবার জুবায়েরপন্থিদের হামলায় তাদের ৫ জন সদস্য আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একজন শিহাব উদ্দিন টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত করে ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিদের নাম গোপন রাখার কারণ প্রকাশ করেননি তিনি।

এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সাদপন্থিদের বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা মামলার প্রতিবাদে তারা আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সাদপন্থিরা একটি মামলা দায়ের করেছেন এবং শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে