ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে দুর্নীতি প্রমাণিত হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১২:০১:১৮
শেয়ারবাজারে দুর্নীতি প্রমাণিত হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তবে প্রতিবেদনে দায়ীদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগেরদিন মঙ্গলবার এই প্রতিবেদন কমিশনের কাছে দেওয়া হলেও পরের দিন বুধবার ছয় কোম্পানির লেনদেন হয়েছে। তবে বুধবারের লেনদেনে ওই কোম্পানিগুলোর শেয়ারদরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বরং অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল লেনদেন। যদিও সবগুলো কোম্পানি বাজারে লেনদেন হয় না।

যে ছয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে সেগুলো হলো- ১. বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, ২. আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, ৩. বেস্ট হোল্ডিংস লিমিটেড, ৪. আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ৫. ফরচুন শুজ লিমিটেড ও ৬. কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড)।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বিগত সময়ের কোম্পানিগুলোর বিরুদ্ধে অনিয়ম, কারসাজি ও দুর্নীতির অভিযোগ ছিল। ফলে কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এখন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে