ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে যেদিন

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১১:১৭:২০
ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে যেদিন

ডুয়া ডেস্ক : ছাত্রদের ডাকে পথে নামা মানুষদের নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। চলতি মাসের ১৫ থেকে ২৮ তারিখের মধ্যে তারা আনছে নতুন রাজনৈতিক দল।

ইতোমধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম, প্রতীক নিয়ে চলছে কাজ। নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম। আলোচনায় রয়েছে নাহিদ ইসলাম, আখতার হোসেন সারজিস আলম। তবে, এখনই চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবেন মধ্যপন্থার যে কেউ। থাকবে না ডান বা বামের ধরণ কিংবা পরিবারতন্ত্র। সমাজতন্ত্র বা ইসলামি ভাবধারায় না যেয়ে, গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা একদম জনগণের মধ্য থেকেই দল গঠন করবো। অনেকেই মনে করছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তার দাবি, নতুন এই দল মূলত গণমানুষের অভিপ্রায়।

গণমাধ্যমকে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে কোন পরিবর্তন আসবে না। তাই এটি ইতিবাচক এবং আমাদের সবার উচিত নতুন দলকে সমর্থন করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে