ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

‘এক দেশ, এক নির্বাচন’র পথে ভারত

২০২৪ ডিসেম্বর ১৩ ১৮:০৭:৫১
‘এক দেশ, এক নির্বাচন’র পথে ভারত

ডুয়া নিউজ: ভারত এমন একটি নতুন নির্বাচনি মডেল প্রতিস্থাপন করতে চাচ্ছে, যেখানে নাগরিকরা একসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য (ফেডারেল) সরকার নির্বাচন করতে পারবেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছয় দশক পর ভারত 'এক দেশ, এক নির্বাচন' পদ্ধতি পুনরায় চালু করার পথে এগুচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য একটি বিল অনুমোদন করেছে। বিলটি পার্লামেন্টের চলমান অধিবেশনে উত্থাপন করা হতে পারে।

ভারতে এই ধরনের নির্বাচনি পদ্ধতির প্রচেষ্টা নতুন নয়। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের সময়, দেশটির প্রতিষ্ঠাতাদের পরিকল্পনা ছিল একসঙ্গে সংসদীয় এবং রাজ্য বিধানসভা নির্বাচনের মডেল। ১৯৫২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এইভাবে।

তবে ১৯৬৭ সালে ভারতের শেষ ‘এক দেশ, এক নির্বাচন’ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। ওই সময়ে উত্তর প্রদেশ (সাবেক যুক্তপ্রদেশ) ব্যতীত সব জায়গায় একযোগে ভোট হয়; সেখানে চার দফায় ভোটগ্রহণ করা হয়।

ওই বছরের ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, এটি ছিল ভারতের চতুর্থ সংসদ নির্বাচন এবং ৫২০টি লোকসভা আসন ও ৩,৫৬৩টি বিধানসভা আসনে সাংসদ ও বিধায়ক নির্বাচনের জন্য ভোট দেওয়া হয়।

এরপর জোট রাজনীতি উত্থানে এসে পড়ে, যার ফলে একযোগে ভোটের পদ্ধতির অবসান ঘটে। ১৯৬৭ সাল পর্যন্ত কংগ্রেস ছিল একমাত্র দল, যারা ভারত পরিচালনা করছিল। তবে এই সময়কালে তারা নানা চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের সম্মুখীন হয়।

কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী বিভিন্ন রাজনৈতিক চাপের মুখে পড়েন। কংগ্রেসের বিরুদ্ধে ‘ক্ষমতাসীন-বিরোধী’ মনোভাব বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শক্তি সংগ্রামের মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতি সবমিলিয়ে ১৯৬২ সালে চীনের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাওয়ার ফলে আরও জটিল হয়ে পড়ে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে