ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের যে রীতি প্রথমবার যুক্ত হচ্ছে আইপিএলে

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪৯:১৭
বিশ্বকাপের যে রীতি প্রথমবার যুক্ত হচ্ছে আইপিএলে

ডুয়া ডেস্ক : প্রথমবারের মতো ট্রফি ট্যুর দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এতদিন শুধুমাত্র বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হতো। তবে এবার প্রথমবারের মতো সেই রীতি চালু হচ্ছে আইপিএলেও।

এপি চালু হয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে। আসন্ন মৌসুমের আগে ভারতের ৯টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে চ্যাম্পিয়ন কলকাতা।

আইপিএলের এবারের আসর ২১ মার্চ থেকে শুরু হবে। তার আগেই ৯টি শহর ঘুরে আসবে ট্রফিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইপিএলের এই ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ।

জানা যায়, প্রথমে আসামের গুয়াহাটিতে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় এসে শেষ হবে ট্রফি ট্যুর।

কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি।

সেখানে ভক্তরা যেয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের জন্য নানা রকম খেলার ব্যবস্থাও থাকবে। জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে।

তবে ট্রফির সঙ্গে কলকাতার ক্রিকেটাররা যাবেন কি না তা অবশ্য এখনও জানানো হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে