ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০৯:৩১:১০
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

ডুয়া ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথম উপাচার্য গোলাম রহমানের নামে এর নামকরণ করা হয়েছে। সম্প্রতি খুবি সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো প্রশাসনিক ভবনের নতুন নামকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’-এর নামফলক উন্মোচন করেন গোলাম রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম উপাচার্য খুবির প্রারম্ভিক পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন খোলা, আবাসিক হল ও প্রশাসনিক ভবন নির্মাণের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।

প্রবীণ এই অধ্যাপক নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, ‘তোমাদের আন্দোলনে মহাবিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে হবে।’

গোলাম রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনো কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক, এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল, তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতের পথচলায় আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুনভাবে পথচলা সুগম হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের নামে পরিবর্তন আনা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা ও উৎকর্ষ সাধনে প্রফেসর ড. গোলাম রহমানের অবদান চিরস্মরণীয়। এ জন্য তাঁর প্রতি সম্মান জানিয়ে পুরোনো প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে