ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

'ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট' যোগ দিতে

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১২ ২৩:০৫:২৮
দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট'। এতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

জানা গেছে, দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট শেষ করে আগামী ১৪ ফেব্রুয়ারি ওমানের রাজধানী ওমানে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্করের যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সে সময় সাইড লাইনে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বৈঠক হতে পারে।

আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে