ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পরিবেশ মন্ত্রণালয়

সেন্ট মার্টিনে শুরু পরিচ্ছন্নতা অভিযান

২০২৫ ফেব্রুয়ারি ১২ ২২:১০:১৪
সেন্ট মার্টিনে শুরু পরিচ্ছন্নতা অভিযান

ডুয়া নিউজ : সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক এতে অংশ নিয়েছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত দুই মাসে ব্যাপক পরিমাণ ময়লা-আবর্জনা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক সংগ্রহ ও অপসারণ করা হয়েছে। নদী ও সমুদ্রদূষণ রোধে জাহাজ ঘাট থেকে ২৪১ কেজি প্লাস্টিক এবং ৮৭ কেজি পলিথিন সংগ্রহ করা হয়েছে। সেন্ট মার্টিনে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে ১৪.৩ টন এবং কক্সবাজারে ৬৭.৩ টন প্লাস্টিক অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন এবং প্লাস্টিকদূষণ কমানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে গড়ে ১ হাজার ৬৯৪ পর্যটক দ্বীপে ভ্রমণ করেছেন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে কয়েকটি জাহাজকে সতর্ক করা হয় এবং দুটি জাহাজকে অর্থদণ্ড দেওয়া হয়।

পর্যটক ও স্থানীয়দের সচেতন করতে দ্বীপে তথ্যসংবলিত সাইনবোর্ড এবং গ্রাফিতি আঁকা হয়েছে। সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিচ ম্যানেজমেন্ট কমিটির (বিএমসি) অধীনে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ৬ জন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিনের পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। তিনি আরও জানান, দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে এবং পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এই বিষয়ে একযোগে কাজ করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে