ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাবির ৩ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; দেখবেন যেভাবে

২০২৫ ফেব্রুয়ারি ১২ ২১:০৩:০৯
জাবির ৩ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; দেখবেন যেভাবে

ডুয়া ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, আজ দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ফলাফল হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মধ্যে পাঁচটি শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় শিফটভিত্তিক পাসের হার ছিল যথাক্রমে: প্রথম শিফটে ৪২.২১%, দ্বিতীয় শিফটে ৪৫.৬০%, তৃতীয় শিফটে ৩৯.১৭%, চতুর্থ শিফটে ৩৮.৫৭% এবং পঞ্চম শিফটে ৫৫.৫০%। এসব ইউনিটে মোট আবেদন ছিল ৪৭,৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ৩৯,৯৬৮ জন। আর পাস করেছেন ১৭,৬৬৪ জন। গড় পাসের হার ছিল ৪৪.২২%।

ছেলেদের চারটি শিফটের মধ্যে প্রথম শিফটে পাসের হার ছিল ৩৮.২%, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪%, তৃতীয় শিফটে ৪৩.৪% এবং চতুর্থ শিফটে ৩৮.২৩%। তাদের মোট আবেদন ছিল ৩৯,০৭৬টি। পরীক্ষা দিয়েছে ৩৩,৬৪৯ জন এবং পাস করেছে ১৪,০৪১ জন। গড় পাসের হার ছিল ৪১.৭০%।

আইবিএ-জেইউ ইউনিটে ছাত্রদের পাসের হার ছিল ২৮.৫৪% এবং ছাত্রীদের ২৩.৬৬%। ছাত্রদের সর্বোচ্চ জিপিএ ছিল ৭২.৮০ এবং ছাত্রীদের ৭৪.৫৮। এখানে ছাত্রদের আবেদন সংখ্যা ছিল ২,৮৩৪টি। পরীক্ষায় অংশ নেয় ২,১২২ জন। আর ছাত্রীদের আবেদন সংখ্যা ছিল ১,৮৫৪ এবং পরীক্ষা দিয়েছে ১,২৮৫ জন। গড় উপস্থিতি ছিল ৭৩%। প্রকাশিত মেধা তালিকায় ২৫৪ জন ছাত্র এবং ২৫০ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

জাবির ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে (ju-admission.org)পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে