ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যথেষ্ট হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:৪২:০০
যথেষ্ট হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

ডুয়া নিউজ : গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত কাশেমের মৃত্যুর পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

এ সময় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যান আওয়ামী লীগ লিখে পোস্ট দেন।

এরও কিছু আগে এক পোস্টে তিনি লেখেন, “আরেক পোস্টে তিনি বলেন, আয়নাঘর, হাসিনার হত্যা, আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর শুনে সেখানে যান একদল শিক্ষার্থী। পরে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজনকে নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে আজ আবুল কাশেমের মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর পরপরাই হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে