ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৯১

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:২৬:২৩
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৯১

ডুয়া নিউজ : সারাদেশে চলমান রয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হযেছে। সবমিলিয়ে সারাদেশে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে ডেভিল হান্টে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অভিযানে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৯৫ জনকে।

অপারেশন ডেভিল হান্টে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো- একটি বিদেশি পিস্তল, একটি চায়না রাইফেল (পুলিশ থেকে লুট করা), দুইটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ, দুইটি লোহার পাইপ, একটি কাটার ও তিনটি কিরিচ।

প্রসঙ্গত, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বুঝানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে