ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পিলখানায় শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৮:০১:১৩
পিলখানায় শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ডুয়া নিউজ : এবার আত্মপ্রকাশ করল ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে নতুন একটি সংগঠন। পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী না‎হরীন ফেরদৌস এ ঘোষণা দেন।

তিনি জানান, “এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো শহীদ সেনা কর্মকর্তাদের অবদান তুলে ধরা, তাদের স্মৃতি ধরে রাখা, এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা।”

শহীদের মজিবুল হকের স্ত্রী বলেন, “গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি তিন-চার হাজার মানুষের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছে। এই ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মতিতে, একটি স্থায়ী প্ল্যাটফর্ম ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যেকোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন।”

না‎হরীন ফেরদৌস আরও জানান, “সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য www.shaheedshenaassociation.com ওয়েবসাইটে এবং শহীদ সেনা এসোসিয়েশনের ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এই সংগঠন মিলাদ মাহফিল, প্রদর্শনী, বই প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে। অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরা হবে।”

এ সময় শহীদ সেনা পরিবারবর্গের পক্ষ থেকে ২৫শে ফেব্রুয়ারিকে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানও তাদের এ দাবিটি নিয়ে সরকারের কাছে আবেদন করবেন, এমন আশ্বাস দিয়েছেন বলে জানান নাহরীন ফেরদৌস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে