ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফের আন্দোলনে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৭:৩৯:১৪
ফের আন্দোলনে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: ছাত্র-শিক্ষক ও শিক্ষাবিদদের কমিটি আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ের দেয়া ৬ দফা আশ্বাস বাস্তবায়ন না হলে ‘তিতুমীর শিক্ষা সংস্কার-২৫’ এর জন্য কঠোর কর্মসূচির ডাক দিবে বলে জানিয়েছেন তিতুমীর ঐক্য নামক প্লাটফর্মের প্রতিনিধিরা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

তারা বলেন, যদিও মন্ত্রণালয় তাদের দাবি পূরণের জন্য আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সংবাদ সম্মেলনের পর তারা মন্ত্রণালয়ের ৬ দফা দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেছেন।

তাদের ৬ দফা দাবিগুলো হলো— ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন; ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয়, ল এবং সাংবাদিকতা বিষয় সংযুক্ত করা; সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পাঠদানকারী অভিজ্ঞতাসম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগের মাধ্যমে অস্থায়ীভাবে সংকট নিরসন করে আরো ১৫১ জন শিক্ষা ক্যাডার নিয়োগ; আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকের জন্য টিএন্ডটি, রাজউকসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেয়া; যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস প্রদান; এবং আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রতিষ্ঠা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে