ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল’

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৭:০৬:৫৩
‘সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল’

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সারা দেশে ৮ শ’র বেশি আয়নাঘর ছিল। প্রতিটি আয়নাঘর চিহ্নিত করা হবে। বুধবার (১২ জানুয়ারি) বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম উল্লেখ করেন, আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কি না, তা তদন্তের জন্য গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে।

তিনি আরও বলেন, আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে