ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রস্তুতি নিয়ে যা বললেন শান্ত

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৪:৩২:০৭
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রস্তুতি নিয়ে যা বললেন শান্ত

ডুয়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটারকেও অনুশীলনে দেখা যায়। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে আজ বুধবার শেষ হচ্ছে এই অনুশীলনপর্ব।

শেষ দিনের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এসময় তার কাছে তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়, বিশেষত কারণ বিপিএলে তিনি তেমন বেশি ম্যাচ খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত আছেন শান্ত।

জবাবে শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে না পারার ভেতরেও কিছু পজিটিভ দিক ছিল। অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি। তো ওখানে কোচরা অনেক হেল্প করেছে, পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। বিপিএলের ওই সময়টা আমি খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে।’

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে থাকবে। তবে এই মন্তব্যের প্রতি নিজের কোনো মতামত নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে