ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চেয়েছে ইসি

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৪:১১:৩৫
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চেয়েছে ইসি

ডুয়া ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৫ হাজার ৯২১ কোটি টাকা চেয়েছে।

এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম বলী নেওয়াজ।

ইসির তিন বছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এই চাহিদাপত্র পাওয়া গেছে।

ইসির কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। তবে এই চাহিদায় ৫ হাজার ৮৫৩ কোটি টাকার ঘাটতি রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে