ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভুল ইংরেজি বলায় অভিনত্রীর ওপর ১০ বছরের যুক্তরাজ্য প্রবেশ নিষেধাজ্ঞা

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৩:৩৮:৫৩
ভুল ইংরেজি বলায় অভিনত্রীর ওপর ১০ বছরের যুক্তরাজ্য প্রবেশ নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সৈয়দা ইরতিজা রুবাব, যিনি মীরা নামে পরিচিত। তাকে ১০ বছরের জন্য যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সংবাদমাধ্যম জিও টিভির রিপোর্ট অনুযায়ী, ১০ বছরেরও বেশি সময় আগে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ মীরাকে প্রবেশ করতে দেয়নি। কারণ, তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তার পরিবার জানায় যে, ইংরেজি সাক্ষাৎকারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, কারণ তারা প্রশ্নকারীর কথা সঠিকভাবে বুঝতে পারেননি।

মঞ্চ নাম সৈয়দা ইরতিজা রুবাব মডেলিংয়ে অসাধারণ দক্ষতা অর্জন করার পর মীরার নামে পরিচিতি পান। বাণিজ্যিক সিনেমায় সফল এই অভিনেত্রী বর্তমানে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেছেন।

এদিকে মেয়ে মীরাকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তার মা শাফকাত জাহরা বুখারি পাকিস্তানে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন বরাবর আবেদন করেছেন। আবেদনে বলা হয়, মীরাকে যেন ভিসা দেয়া হয় এবং সে যেন কাজ করতে যুক্তরাজ্যে যেতে পারে।

অভিনেত্রী মীরার ভোগান্তি কেবল ১০ বছরের নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ ছিল না। সাম্প্রতিক সময়ে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেও, তিনি যখন ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন, তখন তা বাতিল করে দেয়া হয়। কর্তৃপক্ষের দাবি, মীরা ভিজিটর হিসেবে যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসার আবেদন করতে গিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তবে, এ বিষয়ে শিগগিরই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিসার জন্য পুনরায় আবেদন করার কথা জানিয়েছেন অভিনেত্রী মীরা।

মীরার ছোট বোন জার্মানিতে থাকেন। তিনি একজন আইনজীবী। তার মা অধিকাংশ সময় লন্ডনে থাকেন। লন্ডনে যেখানে থাকেন সেই বাড়িটি মীরার কেনা। তিনি যুক্তরাজ্যে থাকবেন বলে কেনা হয়েছে বাড়িটি। কিন্তু তার ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা জারি হওয়ায় সব এলোমেলো হয়ে যায়। যদিও তিনি গ্রিন কার্ডধারী এবং নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা রয়েছে তার।

অভিনেত্রীর মা বলেন, মীরার ওপর থেকে নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। তাকে এখন যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়া উচিত। দেশটিতে কয়েকটি সিনেমা করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলো স্থগিত রাখা হয়েছে। মীরাকে ইংরেজিতে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সে ভালোভাবে বিষয়টি বুঝতে পারেনি। হিথ্রো বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার তাকে ‘ট্রানজিট’ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জবাবে ‘ট্রানজেকশন’ উল্লেখ করেছিল।

সেসময় অভিনেত্রীর ইংরেজি ভাষা দক্ষতা খুব একটা ভালো ছিল না। তবে তারপর থেকে দশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি। আর এখন বেশ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন। তার মা বলেন, মীরা লাইমলাইটে থাকার দুর্দান্ত কৌশল জানেন। সে খুবই বুদ্ধিমতী। কীভাবে মিডিয়াতে থাকতে হয়, তা ভালো করেই জানা আছে তার। পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি মীরা পরিবারের সবার যত্ন নেয় বলেও জানান অভিনেত্রীর মা শাফকাত জাহরা।

অভিনেত্রী মীরা জানিয়েছেন, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত ব্যাপারে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করেছেন তিনি। আইনজীবী তার ভিসা আবেদন নিয়ে কাজ করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে