ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে

২০২৫ ফেব্রুয়ারি ১২ ০৯:১২:১৯
পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে

ডুয়া ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্টে এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এই বিল অনুযায়ী, এমপিরা এখন থেকে প্রতি মাসে ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি বেতন পাবেন। আগে তাদের মাসিক বেতন ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। নতুন বিলের ফলে তাদের বেতন শতকরা ১৩৮ শতাংশ বেড়েছে। জিও টিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের ভিত্তিতে পাস হয়েছিল এই বিলটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উচ্চকক্ষ সিনেটও এই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে।

পার্লামেন্টসূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

প্রতিবেদনে বলা হয়, এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং বিশেষ সহকারীর বেতনও বাড়ছে।

নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে প্রত্যেক প্রাদেশিক মন্ত্রীর মাসিক বেতন হবে ৯ লাখ ৬০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ রুপি) স্পিকারের বেতন হবে ৯ লাখ ৫০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ ২৫ হাজার রুপি), ডেপুটি স্পিকারের বেতন হবে ৮ লাখ রুপি (বর্তমান বেতন ১ লাখ ২০ হাজার রুপি), পার্লামেন্ট সচিবদের বেতন হবে ৪ লাখ ৫১ হাজার রুপি (বর্তমান বেতন ৮৩ হাজার রুপি।

এছাড়া প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর বেতন ১ লাখ থেকে বেড়ে হবে ৬ লাখ ৬৫ হাজার রুপি। গত ২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এমপি রোমিনা খুরশিদ আলম। ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে প্রস্তুত করা এই বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাস হয় অ্যাসম্বলিতে।

নিম্নকক্ষে পাসের পর বিলটি পাঠানো হয় সিনেটে। সেখানে গতকাল পাস হলো সেটি। এর আগে গত ডিসেম্বরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার বিধায়াকদের বেতন ৭৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৪ লাখ রুপি করা হয়েছিল। তথ্যসূত্র : জিও টিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে