ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে মার্জিন রুলস ও মিউচুয়াল ফান্ড নীতি সংস্কারের সুপারিশ

২০২৫ ফেব্রুয়ারি ১২ ০৬:৫৫:৪২
শেয়ারবাজারে মার্জিন রুলস ও মিউচুয়াল ফান্ড নীতি সংস্কারের সুপারিশ

ডুয়া নিউজ: শেয়ারবাজার সংস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের টাস্কফোর্স তাদের প্রথম দফার সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে।

কমিটির সুপারিশে মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯-এর আধুনিকীকরণের প্রস্তাব করা হয়েছে।

সুপারিশ হস্তান্তরের সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং তিন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

টাস্কফোর্সের প্রতিনিধিত্বকারী পাঁচ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের সিনিয়র অংশীদার এ এফ এম নেসার উদ্দীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

টাস্কফোর্স সদস্যদের মতে, তারা ১৭টি কার্যপরিধির ভিত্তিতে শেয়ারবাজার সংস্কারের কাজ করছেন এবং প্রথম ধাপে জমা দেওয়া সুপারিশগুলোর মাধ্যমে শেয়ারবাজারকে গতিশীল করার আশা প্রকাশ করেছেন।

বিএসইসি বলছে, টাস্কফোর্সের সুপারিশ শেয়ারবাজারের টেকসই উন্নয়নে সাহায্য করবে। বিএসইসি সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করবে।

টাস্কফোর্স প্রথম ধাপে যেসব সুপারিশ করা হয়েছে, তার মধ্যে মার্জিন ঋণ ব্যবস্থার আধুনিকীকরণ ও নতুন মিউচুয়াল ফান্ড নীতির প্রস্তাব রয়েছে। গ্রাহকের ঝুঁকি গ্রহণ ক্ষমতার ভিত্তিতে মার্জিন ঋণের প্রস্তাব ও ঋণের সুদহার নির্ধারণের জন্য ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও, ফোর্সড সেল বন্ধে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ নিষিদ্ধ করারও সুপারিশ রাখা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর বিএসইসি এই টাস্কফোর্স গঠন করেছিল। এরপর তাদের পরামর্শে শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ গঠন করা হয়েছে।

বিএসইসির লক্ষ্য আন্তর্জাতিক মানের সুশাসন প্রতিষ্ঠা এবং তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে