ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আজ অপারেশন ডেভিল হান্টে যত আটক

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২১:৫৯:২৪
আজ অপারেশন ডেভিল হান্টে যত আটক

ডুয়া নিউজ : চতুর্থ দিনের মতো সারাদেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। চলমান এই অপারেশনে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬০৭ জনসহ মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো—দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩ টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লাস, দুইটি বাটাল ও দুইটি লাঠি।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণানুযায়ী, ডেভিল হান্ট অভিযানের উদ্দেশ্য হলো দেশবিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে