ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদূত

বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২১:৫২:০৯
বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড

ডুয়া নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সংস্কার অ্যাজেন্ডাকে পূর্ণ সমর্থন করবে বলে জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি এ কথা বলেন।

রাষ্ট্রদূত কেলি বলেন, “আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায়। প্রধান আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চাইছে।”

আধা ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি, উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তি, যা শতাব্দী পর শান্তি এনেছে এবং রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন তারা।

আয়ারল্যান্ড সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান আইরিশ রাষ্ট্রদূত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে