ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পার্লামেন্টে লিখিত প্রশ্ন

বাংলাদেশ-ভারতের বিশাল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নেই কেন জানতে চায় দেব

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২১:২০:৫০
বাংলাদেশ-ভারতের বিশাল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নেই কেন জানতে চায় দেব

ডুয়া নিউজ : এবার বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নেই কেন জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।

জনপ্রিয় এই অভিনেতা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল আসনের এমপি। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছিলেন দেব। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তার সেসব প্রশ্নের উত্তর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দেবের ৪টি প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া উত্তরগুলো ছিল—

প্রশ্ন ১. বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত?

জবাবে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে ভারতের।

প্রশ্ন ২. কোন কোন রাজ্যে বাংলাদেশ সীমান্ত পড়ছে?

জবাবে কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), আসাম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)।

প্রশ্ন ৩. বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই?

জবাবে কেন্দ্র বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই।

প্রশ্ন ৪. কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না?

উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিকভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। আবার ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। এছাড়াও কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না।

কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এক্ষেত্রে, যার মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। আবহাওয়ার কারণে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি জমি অধিগ্রহণে দেরি হওয়াও এ কাজে অগ্রগতি সৃষ্টি করছে। ফলে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজটি নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পন্ন হচ্ছে না, বলে কেন্দ্র জানিয়েছে।

গত আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে কিছু সংঘাতের ঘটনাও ঘটেছে। এর সাথে সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যখন রাজ্য রাজনীতিতে এই বিষয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে, তখন তৃণমূলের তারকা সাংসদ দেব (দীপক অধিকারী) এ বিষয়ে সংসদে আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে