ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২০:৩৪:৪৫
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত

ডুয়া নিউজ: ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) আড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৯ এপ্রিল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে সংগঠনটি বৈখাশী উৎসব আয়োজন করবে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডুয়া’র নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

সভায় পহেলা বৈশাখ আড়ম্বরে উদযাপনের জন্য কয়েকটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিগুলোর মধ্যে অন্যতম হলো-উদাযাপন কমিটি, অর্থ কমিটি, স্বরণিকা কমিটি ও আপ্যায়ন কমিটি।

সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, আবদুল্লাহ আল কাফী, শিরিন সুলতানা, সেলিমুজ্জামান সেলিম, আলী হোসেন ফকির, মাহফুজা রহমান চৌধুরী, নিজামুল কবির,ইলিয়াস উদ্দিন খান, ড. কামাল উদ্দিন জসিম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো. তহা, ড. শরিফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে