ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চলে গেলেন ঢাবির প্রাক্তন শিক্ষার্থী কবি হেলাল হাফিজ

২০২৪ ডিসেম্বর ১৩ ১৬:২৬:০৮
চলে গেলেন ঢাবির প্রাক্তন শিক্ষার্থী কবি হেলাল হাফিজ

ডুয়া নিউজ: প্রেম ও বিদ্রোহের কবিতার জন্য পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় কবি হেলাল হাফিজ দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমাসহ কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো নানা রোগে ভুগছিলেন।

চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী সংবাদ মাধ্যমকে কবি হেলাল হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কবি শাহবাগের একটি হোস্টেলে অবস্থান করছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে তাকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার বারহাট্টায় জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। সেখানে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেন।

তিনি ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন এবং পরবর্তীতে পূর্বদেশ ও দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। তার শেষ কর্মস্থল ছিল দৈনিক যুগান্তর।

হেলাল হাফিজ বাংলা সাহিত্যে তার প্রথম কাব্যগ্রন্থের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থটি অসংখ্য সংস্করণ বেরিয়েছে, যা বাংলাদেশের কবিতার বইয়ের জন্য এক বিশেষ ঘটনা।

তিনি সারা জীবন কবিতার যন্ত্রণাকে বুকে ধারণ করে চিরকুমার জীবন বেঁধেছেন। কবিতার জন্য তিনি অবিরত শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন।

‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ — এই পঙক্তি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন বিদ্যমান, তেমনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এখনও প্রেরণা দেয়।

কবিতায় অসামান্য অবদানের জন্য হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও, তিনি যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বাক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে