ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

২০২৪ ডিসেম্বর ১৩ ১৬:১৪:২৪
পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসে অবস্থিত দক্ষিণী তারকার বাড়ি থেকে হেফাজতে নিয়েছে তাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

এদিকে প্রেক্ষাগৃহে পদদিষ্ট হয়ে মারা যাওয়া ওই নারী এবং তার নয় বছর বয়সী ছেলের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আল্লু আর্জুন।

জানা গেছে, ঘটনার দিন থিয়েটারে দক্ষিণী তারকা হঠাৎ উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়েছিল। অপ্রত্যাশিতভাবে প্রিয় তারকার আগমনে দর্শক-শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক ভিড় জমে। কিন্তু এ পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় শ্বাসরোধ এবং আহত হওয়ার ঘটনা ঘটে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে