ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিজিবির তীব্র আপত্তির মুখে সিসি ক্যামেরা সরানোর সিদ্ধান্ত বিএসএফের

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৭:৪৩:৪২
বিজিবির তীব্র আপত্তির মুখে সিসি ক্যামেরা সরানোর সিদ্ধান্ত বিএসএফের

ডুয়া নিউজ : গত কয়েকমাস ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক শূন্যরেখা বরাবর বেড়া দেওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। সর্বশেষ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাঁশজানি সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি ক্যামেরা স্থাপনে আপত্তি জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এর জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির জোরালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেরা ১১টায় জোড়া মসজিদের কাছে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকে জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়ল জোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এসের কাছে ভারতের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন থেকে পাঁচ গজ দূরে জোড়া মসজিদ নামক স্থানে প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়ল জোড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানান।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে