ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র, বিশ্ব খাদ্য কর্মসূচিতে কেটে গেল অনিশ্চয়তা

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৫:৩৯:০২
স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র, বিশ্ব খাদ্য কর্মসূচিতে কেটে গেল অনিশ্চয়তা

ডুয়া ডেস্ক: জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । ফলে সমুদ্রপথে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহের অনিশ্চয়তা কেটে গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য কর্মসূচি জানায় টাইটেল ২ ফান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে ইউএসএআইডি এর অধীনে খাদ্য ক্রয় এবং বিতরণে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সাহায্যের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ জারি করেন। তবে জরুরি খাদ্য সহায়তার উপর এই স্থগিতাদেশ প্রযোজ্য ছিল না। যদিও ওয়াশিংটন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল।

একইসাথে ট্রাম্প বিশ্ব খাদ্য কর্মসূচিতে আর্থিক অনুদান বাতিলের ঘোষণা দিয়েছিলেন। বাতিল হওয়া এই অনুদানগুলোর মধ্যে ‘ফুড ফর পিস টাইটেল ২’ কর্মসূচির অধীনে ছিল। যা প্রতি বছর প্রায় ২ বিলিয়ন ডলার খরচ করে। এটি মার্কিন কৃষি বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার) এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) যৌথভাবে পরিচালনা করে।

নতুন পরিস্থিতির কারণে ডব্লিউএফপি সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সরবরাহ করতে সক্ষম হবে। যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে