ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চায় দুই দেশ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৫:০২:০০
বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চায় দুই দেশ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং। এ বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বৈঠকে সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, এসব উদ্যোগ বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পায়।

তিনি জানান, বৈঠকে এভিয়েশন খাতে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ারলাইন্সের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মূলত পর্যটকরা ভিয়েতনাম ভ্রমণ করে থাকেন। তবে বর্তমানে ঢাকা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই। আগ্রহীরা সাধারণত থাইল্যান্ড ও মালয়েশিয়ার এয়ারলাইন্স ব্যবহার করে ট্রানজিট নিয়ে ভিয়েতনামে যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে