ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৪ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধের আজ শেষ দিন

২০২৪ ডিসেম্বর ০২ ১২:১৫:৪৫
২৪ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধের আজ শেষ দিন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে ভর্তি নেবে জিএসটি জিএসটি গুচ্ছভূক্ত ২৪ বিশ্ববিদ্যালয়।

এর আগে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আজ সোমবারের (২ ডিসেম্বর) মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ের ভর্তি (প্রাথমিক ও চূড়ান্ত) প্রক্রিয়ার পূর্বে যে কোন প্রকার মাইগ্রেশন (বিষয়/বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন) বন্ধ করতে চাইলে অবশ্যই ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিটের আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।

এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি গত ২৩ নভেম্বর রাতের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে পরে মূল কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে