ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাবির ২ ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৩:৪৩:১৩
জাবির ২ ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি (রোববার) শুরু হয়েছে। ইতোমধ্যে 'ডি' ইউনিট ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্টেশন (আইবি-জিইউ) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যে 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জিইউ) এর ফলাফল প্রকাশের কথা রয়েছে।

এ সম্পর্কে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার বলেন, "আমরা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছি না ফলাফল কখন প্রকাশ হবে। কিছু কাজ আমরা এগিয়ে নিয়েছি তবে কিছু টেকনিক্যাল বিষয় পুনরায় দেখতে হবে। আশা করছি আজ রাতে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।"

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, "এবারের ভর্তি পরীক্ষায় অনেক পরিবর্তন আনা হয়েছে। এজন্য কৌশলগত কারণে ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় লাগছে। আমরা আশা করছি আজ রাতে 'ডি' ইউনিটের ফলাফল প্রকাশ করতে পারব।"

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "আমরা আশা করছি আজ রাতের মধ্যে 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জিইউ) এর ফলাফল প্রকাশ করতে পারব। যদিও কোনো অনাকাঙ্ক্ষিত টেকনিক্যাল সমস্যা না হয়।"

উল্লেখ্য মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাবি ভর্তি পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা শুরু হয়েছে। আজ 'ই' ইউনিট এবং 'এ' ইউনিটের মোট পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে