ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

থানার মূল ফটকে এসে টিকটক করেন আ.লীগ নেত্রী, অতঃপর....

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১২:৫২:৫৫
থানার মূল ফটকে এসে টিকটক করেন আ.লীগ নেত্রী, অতঃপর....

ডুয়া ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক ভিডিও তৈরি করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুন (৪২) গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে তাকে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা নিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। প্রাক্তন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে হার মানেন তিনি।

মঙ্গলবার থানার মূল ফটকে টিকটক ভিডিও বানানোর পর সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন শিউলী। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়। অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানান।

গ্রেফতার হওয়ার আগে শিউলীর সঙ্গে কথা হলে তিনি জানান, "টিকটক করা আমার শখ। এজন্য ভিডিওটি তৈরি করেছিলাম। তবে থানার সামনে এটি করা ঠিক হয়নি।"

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "ভিডিওটি আমাদের অজান্তেই ধারণ করা হয়েছে। সংবাদকর্মী ও সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পারি। তাকে আটক করার পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে