ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়লো বাস, নিহত কমপক্ষে ৫১

২০২৫ ফেব্রুয়ারি ১১ ০৯:৫১:২৬
হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়লো বাস, নিহত কমপক্ষে ৫১

ডুয়া ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গুয়াতেমালা সিটির কাছে একটি হাইওয়ে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যায়। এতে অন্তত ৫১ জনের মৃত্যু হয় এবং অধিকাংশ আহতদের চিকিৎসা চলছে।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ চলমান। নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন এবং তাঁদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

বাসটি গুয়াতেমালার রাজধানীর বাইরে একটি ব্যস্ত সড়কে চলছিল।

ফায়ার ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাগ করা ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছেন। ছবিতে বাসটিকে উল্টানো অবস্থায় দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থাকে মোতায়েন করেছেন। তিনি বলেছেন, “আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

গুয়াতেমালার কংগ্রেসের সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে এটিকে “দুঃখজনক দুর্ঘটনা” উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে