ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা, যা বলছে আবহাওয়া অফিস

২০২৫ ফেব্রুয়ারি ১১ ০৯:৩৮:৪৬
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা, যা বলছে আবহাওয়া অফিস

ডুয়া ডেস্ক: মাঝে কিছু দিন রাজধানী ঢাকায় শীতের অনুভূতি ছিল না। রাতের শেষাংশে কিছুটা শীত অনুভূত হলেও দিনের তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে বেশি। তবে মাঘের শেষের দিকে এসে ঢাকায় আবারও কিছুটা শীত অনুভূত হতে শুরু করেছে। সকাল থেকেই বৃষ্টির মতো কুয়াশা পড়তে শুরু করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা। এর সঙ্গে যোগ হয়েছে কুয়াশার বৃষ্টি। যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। শেষ রাত থেকে ভোরের মধ্যে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে