ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অভিনব বাস চালু করল আরব আমিরাত

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২১:৪৩:৪২
অভিনব বাস চালু করল আরব আমিরাত

ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার দেশটিতে ‘রেল বাস’ চালু করেছে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ)। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে চালু হওয়া নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে।

গতকাল রবিবার (০৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রেল বাস হলো একটি হালকা রেলযান, যা যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। এছাড়াও কম খরচে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) মার্কিন প্রতিষ্ঠান রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সমঝোতা স্মারকটি দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায় রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।

এছাড়া, আরটিএ যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই সমঝোতার লক্ষ্য হল ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা মূল্যায়ন করা। ফ্লক ডুয়ো রেল হলো একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত এবং কার্যকর পরিবহন সেবা নিশ্চিত করবে।

দুবাই আরটিএ-এর রেল বিভাগের প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেন, ‘এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহন ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, “ফ্লক ডুয়ো রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা, যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহন পরিচালনা করবে।”

রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, “আরটিএ-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে