ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা; ভারতীয় যুবক আটক

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২০:৫১:১৬
বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা; ভারতীয় যুবক আটক

ডুয়া ডেস্ক : বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারত থেকে অস্ত্র পাচারের চেষ্টা হয়েছে। ভারতের ত্রিপুরার খোয়াইয়ের সিঙ্গিছেঁড়া থেকে অস্ত্র পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর পাওয়ার পর অভিযানে নামে আগরতলার কাস্টমস বিভাগ। তারা গোপন সূত্রের বরাতে জানতে পারে রবিার (৭ ফেব্রুয়ারি) ওই ব্যক্তি লুমডিং থেকে আগরতলা আসবেন। এরপরই তাকে আটকের প্রস্তুতি নেওয়া হয়।

ওই ব্যক্তির কাছ থেকে পয়েন্ট (.) ৩২ মিলিমিটারের চারটি পিস্তল, ১৫০টি বুলেট এবং পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় কাস্টমস আইন, ১৯৬২ অনুসারে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে খোয়াইয়ের প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একটি আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সদস্য। এই চক্রটি বাংলাদেশ অস্ত্র ও মাদক পাচার করে থাকে।

উল্লেখ্য, ভারতের ত্রিপুররার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য পাচার করা হয়ে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে