ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবারের রমজানে যেমন থাকবে সৌদির আবহাওয়া

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৯:৪৭:১২
এবারের রমজানে যেমন থাকবে সৌদির আবহাওয়া

ডুয়া ডেস্ক: চলতি ২০২৫ সালের রমজান মাসে সৌদি আরবের আবহাওয়া হবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন।

সৌর বর্ষপঞ্জি অনুযায়ী আমাদের বছরে ৩৬৫ দিন থাকে। তবে আরব অঞ্চলে একটি আলাদা চান্দ্রভিত্তিক বর্ষপঞ্জি চলে। সেখানে বছরে ৩৫৫ দিন রয়েছে। এ কারণে প্রতি বছর রমজান মাস সৌর বর্ষপঞ্জির হিসেবে ১০ দিন এগিয়ে আসে।

সৌদি আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চলতি বছরে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। যদি সে দিন চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে। মার্চ মাসে সৌদিতে বসন্তকাল শুরু হয়। তাই সারা মাসজুড়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে।

সৌদি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রোতানা খালিজিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আকিল আল আকিল বলেন, "মার্চ মাস থেকে সৌদিতে শীত বিদায় নিতে শুরু করে এবং সম্পূর্ণ মাসজুড়ে আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। তাই এবারের রমজানে এই ধরনের আবহাওয়া থাকবে।"

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বছরজুড়ে রোজা রাখা সম্ভব হলেও রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা ৩০ দিন ধরে রোজা রাখেন। রমজানের পর আসে ঈদুল ফিতর। এটি ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এ মাসটি ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্যও গুরুত্বপূর্ণ। যদিও সারা বছর ওমরাহ পালন করা যায় তবে মুসলমানরা রমজান মাসে ওমরাহ পালনে বেশি আগ্রহী। যদি এবারের রমজানে আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে তবে তা বাইরের দেশ থেকে আসা ওমরাহযাত্রীদের জন্য আরামদায়ক হবে।

সৌদি আরবে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গরম এবং তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালে বিদেশী হজ ও ওমরাহযাত্রীদের জন্য কষ্টকর হয়। ২০২৪ সালে জুন মাসে হজ অনুষ্ঠিত হয়েছিল। সেসময় গরমের কারণে অনেক হাজি প্রাণ হারিয়েছিলেন।

তথ্য : গালফ নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে