ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রাথমিকে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে বেতন বৃদ্ধির সুপারিশ

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৯:৩৩:১০
প্রাথমিকে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে বেতন বৃদ্ধির সুপারিশ

ডুয়া নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শিক্ষকদের বেতন ও গ্রেড বৃদ্ধির সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শক কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ‘শিক্ষক’ হিসেবে কর্মজীবন শুরু করার পর পরবর্তী পদোন্নতির মাধ্যমে তাঁকে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদায়ন করা হবে। পাশাপাশি, শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা এবং উচ্চতর বেতন কাঠামোর প্রস্তাবও করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমেদ এসব সুপারিশ উপস্থাপন করেন। একই দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শিক্ষকদের এন্ট্রি লেভেলের পদে ১২তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে, আর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়ার পাশাপাশি পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে এবং প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন।

এছাড়া, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের স্কুলমুখী করা এবং শিক্ষা খাতের সংস্কারে সহায়তা করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি শিক্ষা পরামর্শক পরিষদ গঠনের সুপারিশ করেছে কমিটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে