ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাতিল হবে ৪৫০০ পুরনো বাস : পরিবেশ উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৯:৩১:৪৩
বাতিল হবে ৪৫০০ পুরনো বাস : পরিবেশ উপদেষ্টা

ডুয়া ডেস্ক: পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বায়ুদূষণ ও ধুলাদূষণ নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কিছু কার্যকর পদক্ষেপ। এর মধ্যে রয়েছে ৪৫০০টি পুরনো বাস বাতিল করা এবং রাস্তার ডিভাইডারে গাছ লাগানো। এছাড়া বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু হবে, যা অর্থায়নের ওপর নির্ভর করবে।

সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত একটি নাগরিক সংলাপে তিনি এসব কথা তুলে ধরেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। টেকসই সমাধানের জন্য আইন প্রণয়ন যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতকে আরো সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহার ও রিসাইক্লিংয়ের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন এবং নাগরিক সচেতনতাহীনতা ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে