ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিতবে, বিশ্বাস করেন কোচ সিমন্স

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৮:৫০:৫৫
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিতবে, বিশ্বাস করেন কোচ সিমন্স

ডুয়া ডেস্ক: বিপিএল শেষে বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে নাজমুল হোসেন শান্ত ও তার সতীর্থরা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে তারা মিরপুরে অনুশীলন করছেন। তবে আইসিসির এই টুর্নামেন্টের আগে বিপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত তা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ বলেছেন যে, দল সেরা প্রস্তুতি নিতে পারেনি। প্রস্তুতির অভাব থাকলেও বাংলাদেশ দলকে নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে সিমন্স বলেন, "চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা রয়েছে। যদি আমরা আমাদের সেরাটা খেলতে পারি তাহলে কোন কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না।"

এছাড়া যথেষ্ট ওয়ানডে ম্যাচ না খেলার কারণে বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না বলেও সিমন্স মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমি একমত যে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা প্রস্তুতি হচ্ছে না। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সঙ্গে আছি। এখন আমরা প্রস্তুতি নেব, ৬ দিনের জন্য ক্যাম্প রয়েছে।"

ক্রিকেটারদের বিপিএল নিয়ে ব্যস্ত থাকার প্রভাব ওয়ানডেতে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, "আমাদের দুটি দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে খেলোয়াড়দের মধ্যে কোনো আলোচনা হয়নি। তারা ৫০ ওভার ক্রিকেটের জন্য নিজেদের ব্যাটিং এবং বল করার দিকে মনোযোগ দিচ্ছে। আমার মনে হয় না বিপিএলের প্রভাব পড়বে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে