ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৮:৩৯:৫১
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর থাকবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেন।

নতুন ঘোষণা অনুযায়ী, নীতি সুদহার আগের ১০ শতাংশেই রাখা হয়েছে এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বক্তৃতায় বলেন, মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা লক্ষ্য করা হচ্ছে এবং সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন ১৭.৫ শতাংশ করা হয়েছে। গত ডিসেম্বরে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৮.১০ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একাধিকবার নীতি সুদহার বাড়িয়েছে। যা গত বছর ২২ অক্টোবর ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়। ২০২২ সালের মে মাসে নীতি সুদহার ছিল ৫ শতাংশ, যা ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে দেশে উচ্চ মূল্যস্ফীতি একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েও এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

উদ্যোক্তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বরং এটি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরাও নীতি সুদহার বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কারণ এর ফলে ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় এমন পরিস্থিতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে