ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রতি মাসে ভাতা পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৬:২৬:৪৮
প্রতি মাসে ভাতা পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার

ডুয়া ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার এবং ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে। তারা পরিচয়পত্রও পাবেন।

প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি এবং আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য দুটি ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা নগদ দেওয়া হবে। গুরুতর আহত জুলাই যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।

‘ক্যাটাগরি বি’ অনুযায়ী, জুন যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা নগদ হিসেবে দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং সরকারী/আধাসরকারি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণও প্রদান করা হবে।

জুলাই যোদ্ধাদের পরিচয়পত্রও দেয়া হবে, যা প্রদর্শন করে তারা সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে