ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নীতি সুদহার অপরিবর্তিত রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৬:০৪:৪৩
নীতি সুদহার অপরিবর্তিত রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

ডুয়া ডেস্ক : বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতোই ৯ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে। তবে গত ডিসেম্বর পর্যন্ত এই প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন মেয়াদের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, মূল্যস্ফীতি ৭-৮ শতাংশ নামিয়ে আনা হবে। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। গত ডিসেম্বরে যা হয়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।

মুদ্রানীতি ঘোষণার আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও জানুয়ারির মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

মূল্যস্ফীতি কমানোকে সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে নির্ধারণ করা হয়েছে। জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমে এসেছে, যা ডিসেম্বরের ১০ দশমিক ৮৯ শতাংশের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।

এ অবস্থায় আপাতত নীতি সুদহার আর বাড়ানো হয়নি এবং শিগগিরই তা কমানোরও পরিকল্পনা নেই। এদিকে, গত ডিসেম্বর মাসে বহির্বিশ্বের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনের ভারসাম্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

চলতি হিসাব ও আর্থিক হিসাবে উদ্বৃত্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল রয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতির কারণে ডলারের মূল্য ১২২ থেকে ১২৪ টাকার মধ্যে স্থিতিশীল আছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক আপতত বড় কোনো পরিবর্তন আনেনি।

যদি মূল্যস্ফীতি আরও কমে আসে, তবে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ধীরে ধীরে নীতি সুদহার কমানো হবে। তবে এর আগ পর্যন্ত সুদহার অপরিবর্তিত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে