ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে চীনা এআই ‘ডিপসিক’

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৪:৫৪:১২
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে চীনা এআই ‘ডিপসিক’

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ তাদের দেশে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। সম্প্রতি মার্কিন সিনেটর জশ হাওলি একটি বিল উত্থাপন করেছেন, যেখানে সরকারি ডিভাইসসহ ব্যবসা প্রতিষ্ঠানে এ চ্যাটবট ব্যবহারে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে।

আইন লঙ্ঘন করলে ১০ লাখ ডলার জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। অন্যদিকে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ম ভাঙলে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

ডিপসিক নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো, গোপনীয়তা ও নিরাপত্তা। মার্কিন প্রশাসনের দাবি, চীনা প্রযুক্তি সংস্থাগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়। এ একই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র আগে টিকটক নিষিদ্ধ করার চিন্তা করেছিল।

হাওলির মতে, ডিপসিক ব্যবহার করলে মার্কিন নাগরিকদের তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতালি, তাইওয়ান এবং অস্ট্রেলিয়াও ডিপসিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটছে।

তবে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে ভারত। দেশটির আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ডিপসিককে স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে