ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অন্ধকারে ডুবলো শ্রীলঙ্কা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১২:০৬:৩০
অন্ধকারে ডুবলো শ্রীলঙ্কা

ডুয়া ডেস্ক : বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের আক্রমণে অন্ধকারে ডুবে যায় পুরো শ্রীলঙ্কা। রোববার (০৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগির বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে