ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১০:২১:৩৬
জাবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু

ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে দিনের পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় প্রথম চারটি শিফটে শুধু ছাত্ররা অংশগ্রহণ করেন। এছাড়া ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবিতে এ বছর ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী।

এই ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ২৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

এর আগে, রোববার প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিন অফিসের তথ্যমতে, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে প্রায় ৪৮ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রথমদিন উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।

এছাড়া প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে