ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নির্বাচন কমিশনের এত বদনামের কারণ জানালেন সিইসি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ২১:১৩:২৭
নির্বাচন কমিশনের এত বদনামের কারণ জানালেন সিইসি

ডুয়া নিউজ : নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিইসিকে মানুষ এত গালি দেয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসি বিটের সাংবাদিকের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সপে দেয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনতে সংস্থাটির ওপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় - যদি না আমরা সবার সহযোগিতা পাই।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে